ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে ভালাইপুর বাজার উন্নয়ন কমিটির আয়োজনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগের উদ্যোগে ফিতে কেটে বোশেখি আনন্দমেলা উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ভালাইপুর মোড় পানহাট শেডে বোশেখি আনন্দমেলার উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় মেলা কমিটির সভাপতি চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আরেফীন আলম রনজু। বিশেষ অতিথি ছিলেন মেলা কমিটির সার্বিক ব্যবস্থাপক জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, খাদিমপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মণ্ডল, জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, আসমান, শামীম আহম্মেদ সুমন, মেলা কমিটির সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ফকা, পরিচালক সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, মেলা কমিটির যুগ্মসম্পাদক আব্দুল আলিম ফটিক, আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মহিউদ্দিন মিয়া, চিৎলা ইউনিয়নের যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি সানোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবান মাহমুদ, গোকুলখালী পুলিশ ফাঁড়ির আইসি ফরমান আলী, চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা জহুরুল ইসলাম, সেলুন হোসেন, মুফাজ্জেল হোসেন, কামরুল ইসলাম, পাইলট মিয়া, মশিউর রহমান, ইমদাদুল হক, লিপন হোসেন ও আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ মাসুম। আলোচনা শেষে মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লিখন হোসেনের ব্যবস্থাপনায় চ্যানেল আই ক্ষুদে গানরাজ উদয়সহ মেহেরপুর শিল্পীবৃন্দরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।