ঢাকা টোব্যাকোর ডিপো ম্যানেজার রনজিতের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে দৌলতপুরে তামাকচাষিদের বিক্ষোভ

দৌললতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গায় ঢাকা টোব্যাকোর তামাক ক্রয়কেন্দ্রের ডিপো ম্যানেজার রনজিত বাবুর তামাক কেনায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তামাকচাষিরা বিক্ষোভ করেছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে তামাকচাষিরা টিপি পেয়েও ঢাকা টোব্যাকোর তামাক ক্রয়কেন্দ্রে তামাক বিক্রি করতে না পেরে তামাক ক্রয়কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পিয়ারপুর ইউনিয়নের চকমাদিয়া গ্রামের ৪৩ জন তামাকচাষি স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে জানান, ঢাকা টোব্যাকোর ফিল্ড সুপারভাইজার মুক্তার হোসেন তাদের নানা রকম সুযোগ সুবিধা ও টাকার লোভ দেখিয়ে তামাকচাষে উৎসাহিত করেন। চাষিরা তাদের কথা অনুযায়ী তামাকচাষ করে চরম বিপাকে পড়েছেন। তামাক বিক্রির জন্য শ শ চাষি প্রতিদিন কোম্পানির লোকদের পেছনে ধরনা দিচ্ছেন। অথচ ঢাকা টোব্যাকোর ফিল্ড সুপারভাইজাররা ডিপো ম্যানেজার রনজিত বাবুর যোগসাজোশে চাষিদের প্রতিটি টিপি (তামাক বিক্রির অনুমতিপত্র) প্রভাবশালী ব্যবসায়ীদের কাছে এক থেকে দেড় হাজার করে টাকা নিয়ে হাজার হাজার বেল তামাক বিক্রির সুযোগ করে দিচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের তামাকের মান বিবেচনা না করে উচ্চমূল্যে কিনে অতিরিক্ত মুনাফা ব্যবসায়ীদের সাথে ভাগবাটোয়া করে নিচ্ছেন। ফলে চাষিরা বাধ্য হয়ে পানির দামে ব্যবসায়ীদের কাছে ১২০ টাকার তামাক ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি করায় হাজার হাজার টাকা লোকসান গুনছে। তামাকচাষিরা আরো জানান, গতকাল ২৪০ বেল তামাকের টিপির মধ্যে ৬৪ বেল তামাকের টিপি রনজিত বাবুকে ফেরত দিলে তাদের তামাক নেয়া হবে, আবার তাদের কথা না শুনলে কার্ড বাতিলের হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে আল্লারদর্গা বাজারে চরম উত্তেজনা বিরাজ করে। চাষিরা ১০-১২ কিলোমিটর দূর থেকে বিভিন্ন রকম যানবাহনে তামাক নিয়ে এসে চরম বিপাকে পড়ে যায়। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর স্থানীয় সাংবাদিকরা তামাক ক্রয়কেন্দ্রের ছবি তুলতে গেলে সেখানে প্রভাবশালী ব্যবসায়ীরা ছবি তুলতে বাধা দেন। এ ব্যাপারে ডিপো ম্যানেজার রনজিত বাবুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি। চাষিরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।