হরিণাকুণ্ডু থানা ডেপুটি কমান্ডার আব্দুর রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডু থানার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান গত রোববার রাত ১০টায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ইন্তেকাল করেন। গতকাল সকাল ১০টায় বলরামপুর দারুস সুন্নাহ দাখিল মাদরাসা ময়দানে গার্ড অব অনার শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বলরামপুর কবরস্থানে দাফন করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরীর নেতৃত্বে থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সার্বিক সহযোগিতায় জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। মরহুমের জানাজায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সমাজসেবক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।