দামুড়হুদার মুন্সিপুর ও ঠাকুরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর ও ঠাকুরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর ও মুন্সিপুরে মেন পিলার ৮৮-টি এবং মুন্সিপুর ৯২/৬’র নিকট শূন্যরেখা বরাবর ঠাকুরপুরের চাকুলিয়ার মাঠে এবং মুন্সিপুরের কলাবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন ঠাকুরপুর বিওপি কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলাম ও মুন্সিপুর বিওপি কমান্ডার তোতা মিয়া এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ মালুয়াপাড়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিবি বিশ্বাস ও ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মহাখোলা ক্যাম্প কমান্ডার এসি সঞ্জীব কুমার।