মেহেরপুরে কৃষক সমিতির স্মারকলিপি পেশ

 

মেহেরপুর অফিস: সরকারি গম ক্রয়কেন্দ্রে দুর্নীতি বন্ধ ও সরকার ঘোষিত মূল্যে গম কেনাসহ বিভিন্ন দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে জাতীয় কৃষক সমিতি। গতকাল রোববার বিকেলে জেলা কৃষক সমিতির সভাপতি জেলা ওয়ার্কার্স পার্টির সভাপিত আব্দুল মাবুদ এ স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে চারটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে- গম ক্রয়কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৌরাত্ম্য বন্ধ ও অপসারণ, ক্রয়কেন্দ্রে কৃষকদের পর্যাপ্ত নিরাপত্তা, কৃষকদের কাছ থেকে সরাসরি গম কেনা এবং পরিবহন খরচ বাঁচাতে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের কাছ থেকে গম কেনার দাবি জানানো হয়। জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির আওতায় এ স্মারকলিপি পেশ করা হয়।

Leave a comment