পয়লা বোশেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দর্শনায় মানববন্ধন

 

দর্শনা অফিস: পয়লা বোশেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দর্শনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় দর্শনা বাসস্টান্ড চত্বরে আয়োজিত মানববন্ধনে দর্শনার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন। এ সময় প্রজিডি পরিবারের পক্ষে ফারজানা খাতুন ঘোষণাপত্রে বলেন- ‘বাঙালির সার্বজনীন উৎসব পয়লা বোশেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর শ্লীলতাহানির ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। পূর্বপরিকল্পিত। বক্তব্য রাখেন- ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুর শুকুর, প্রডিজি প্রকল্পের মাঠ সমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল, অনির্বাণ থিয়েটারের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ওমেন্স ক্লাবের সভাপতি কামরুন্নাহার রানী শাহ্, রামাযুসের সভাপতি আবু ফয়সাল, প্রত্যয় যুবসঙ্ঘের সভাপতি কিতাব আলী, বাংলাদেশ দলিত পরিষদ জেলা সম্পাদক বিপুল কুমার দাস, দামুড়হুদা উপজেলা আদিবাসী সমবায় সমিতির সহসভাপতি শোভন কুমার দাস, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাংবাদিক ইয়াসিন আরাফাত মিলন, কৃষক আতিয়ার রহমান, রোশনী খাতুন, মোহাম্মদ সংগ্রাম, জগন্নাথ কুমার কর্মকার, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম রাজু, আয়েশা আক্তার, সুমন আলী ও সাবা উদ্দীন।