মোটরসাইকেলের ধাক্কায় মধ্যবায়সী নারী নিহত : পরিচয় মেলেনি

চুয়াডাঙ্গা জেলা শহরের কলেজ রোডে দুর্ঘটনা : চিকিৎসার জন্য হাসপাতালে নিলেন রিকশাচালক

 

স্টাফ রিপোর্টার: বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় মধ্যবয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা কলেজরোডে হাসপাতাল মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। গতরাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নারীর পরিচয় মেলেনি।

নিহত নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। মাথার চুল কাচাপাকা। পরনে ছিলো নীল রঙের শাড়ি ও ছায়ে রঙের বোরকা। কাছে ছিলো এক গোছা চাবি। কোথা থেকে তিনি কোথায় যাচ্ছিলেন তা যেমন জানা সম্ভব হয়নি, তেমনই ঘাতক মোটরসাইকেল চালকেরও সন্ধান মেলেনি।

জানা গেছে, চুয়াডাঙ্গা কলেজ রোডে কলেজের অদূরবর্তী স্থানে রংধনুর মোড়ে রাস্তার পাশ দিয়েই হাঁটছিলেন মধ্যবয়সী নারী। দু দিক থেকে দুটি মোটরসাইকেল ও অটোর মাঝে পড়েন মহিলা। একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে ধাক্কা দিলে তিনি আছড়ে পড়েন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে নাক ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। রিকশাচালক ঠাকুরপুরের মানিক গুরুতর জখম মহিলাকে অটোযোগে হাসপাতালে নেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অজ্ঞাত পরিচয়ের নারী হিসেবে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। বেলা ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মৃতদেহ নেয়া হয় হাসপাতালের লাশ রাখা ঘরে। সিনেমহালপাড়াসহ পার্শ্ববর্তী এলাকায় দুর্ঘটনা ও অজ্ঞাত পরিচয়ের নারী নিহত হওয়ার খবর মাইকে প্রচার করা হলেও গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ লাশ শনাক্ত করেননি।

Leave a comment