কেক কাটা হইহুল্লোড়সহ নানা আয়োজনে সৃষ্টি সুখের উল্লাস

ওয়েভ ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি : চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে রকমারি আয়োজন

 

স্টাফ রিপোর্টার: ওয়েভ ফাউন্ডেশন। ২৫ বছর আগে সামাজিক উন্নয়নের উদ্যোগ কার্যকর করার মাধমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। সেই থেকে বেসরকারি উন্নয়নমূলক এ সংগঠনটি কাজ করে যাচ্ছে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি সচেতনতার আলোছড়ানোর লক্ষ্যে। চুয়াডাঙ্গার দর্শনা থেকে যাত্রা শুরু হলেও চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ দেশের অধিকাংশ এলাকাতেই এ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। মানবাধিকার বাস্তবায়নে চুয়াডাঙ্গার যে সংগঠনটি সর্বাধিক দায়িত্ব পালনের মধ্যদিয়ে গণমানুষের আস্তা অর্জন করেছে, সেই লোকমোর্চা এ ওয়েভ ফাউন্ডেশনেরই সহায়তায় দাঁড়িয়েছে। সেই ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত দু দিন ধরেই চলেছে নানা আয়োজন। গতকাল চুয়াডাঙ্গায় নানা আয়োজন করা হয়। শোভাযাত্রা, নৈশভোজ, বেলুন-ফেস্টুন উড়িয়ে আয়োজকরা উৎসব উল্লাস ছড়ান। বিভিন্ন স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।

আলমডাঙ্গা ব্যূরো জানিয়েছে, আলমডাঙ্গায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ওয়েভ ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিট অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। কেক কাটা শেষে আলোচনা সভায় ইউনিটের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা শাহানারা খাতুন, সুপারভাইজার বায়োজিন বোস্তামি, প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল) শারমিন কিউরি, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আহাদ মন্টু, ইছাহক আলী, নজরুল ইসলামসহ ইউনিটের সকল কর্মচারীবৃন্দ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল শনিবার জীবননগরে ওয়েভ ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি পালন করা হয়েছে। বিকেলে উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু ও সীমান্ত ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভের সমৃদ্ধি প্রকল্পের ডিএ ম্যানেজার কামরুজ্জামান যুদ্ধ ও ওয়েভের ২৫ বছরের অর্জন তুলে ধরে বক্তব্য রাখেন ব্রেভ সার্কেলের এলআরপি ম্যানেজার নুঝাত পারভীন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলার লোকমোর্চার নির্বাহী সদস্য রেনুকা আক্তার রিতা, সাজেদা আক্তার, ওয়েভ ফাইন্ডেশনের কানিজ ফাতেমা, লিপি খাতুন, কাজল রেখা, সাজ্জাদ হোসেন ও আশরাফুজ্জামান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওয়েভের ফিরোজ হোসেন।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছে, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলা ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখা অফিসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিসাবরক্ষক মোছা. জোবেদা খাতুন, ফিল্ড কর্মকর্তা আল মামুন ও জুলফিকার আলী। আলোচনা শেষে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময়ে শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে কেক কেটে ওয়েভ ফাউন্ডেশনের ২৫তম রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কাঞ্চননগরে এরিয়া অফিসে এ অনুষ্ঠান পালিত হয়। ইউনিট ম্যানেজার তৈয়মুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার বিকাশ চন্দ্র কুণ্ডু। উপস্থিত ছিলেন- আব্দুল ওয়াহেদ, মোস্তফা কামাল, আব্দুল বারেক, বদিয়ার রহমানসহ সাধারণ সদস্যবৃন্দ।