স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অধিকার বঞ্চিত হিজড়া সম্প্রদায়ের নাগরিকদের সমান অধিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোসাউকের চেয়ারপারসন ড. নাজমুল আহসান (পিএইচডি)।
সংবাদ সম্মেলনে বেসরকারি সংগঠন আলোর ছোঁয়ার নির্বাহী পরিচালক রেজাউল হক, লোসাউকের পরিচালক পারভীন আকতার আজাদ ও হিজড়া কমিউনিটির পক্ষে লাভলী উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে হিজড়া নার্গিস, আলীয়া হাজী, চাঁদনী ও শারমিন আকতার এ সময় উপস্থিত ছিলেন।
লিখিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, খুলনার বেসরকারি সংগঠন লোসাউক হিজড়া সম্প্রদায়ের উন্নয়নে ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। ২০১৩ সালে মন্ত্রিসভার বৈঠকে হিজড়াদের বিশেষ লিঙ্গ হিসেবে চিহ্নিত করেছে। দেশের নাগরিক হয়েও রাষ্ট্রের কাছ থেকে হিজড়া সম্প্রদায় নুন্যতম মৌলিক অধিকার টুকু এখনও অর্জন করতে পারেনি। হিজড়ারা মারা গেলে অনেক সময় ওদের ধর্মসম্মত অন্ত্যষ্টিক্রিয়া হয়না। বুদ্ধিবৃত্তি ও কর্মদক্ষতা থাকা সত্বেও কোথাও তাদের কর্মসংস্থানের সুযোগ নেই। কেবল বাংলাদেশেই হিজড়া সম্প্রদায় সবচেয়ে বেশিমাত্রায় অবহেলিত। সমাজ সেবা অধিদপ্তরের পরিচালিত বিভিন্ন কর্মসূচি চুয়াডাঙ্গা জেলায় এখনও বাস্তবায়িত হয়নি। বর্তমানে চুয়াডাঙ্গায় ৪৮ জন হিজড়া রয়েছে বলেও দাবী করা হয়েছে।