বাংলাদেশ থেকে ১০টি জাহাজ কিনছে ভারত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ থেকে পণ্যবহনকারী ১০টি জাহাজ কিনতে যাচ্ছে ভারত।

এজন্য সম্প্রতি বাংলাদেশের জাহাজ নির্মাতা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাথে চুক্তি করেছে ভারতের জিনদাল গ্রুপ। গতকাল শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়,  জিনদাল স্টিল ওয়ার্কস লিমিটেড ১০টি ৮০০ ডিডব্লিউটি মিনি বাল্ক কেরিয়ার নেবে। প্রথম পর্যায়ে ৬টি এবং পরে চারটি জাহাজ নেবে জিনদাল। প্রথম পর্যায়ে জাহাজগুলো ১৮ মাসে জিনদাল গ্রুপকে দেবে ওয়েস্টার্ন মেরিন। জাহাজগুলো ৮০০ টন পণ্য পরিবহনে সক্ষম হবে। এর দৈর্ঘ্য হবে ১২০ ‍মিটার, প্রস্থ ২০ মিটার। এসব জাহাজ নির্মাণে ৪৮০ কোটি টাকার (৬১ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার) চুক্তি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন জানান, জাহাজগুলো নির্মাণে ব্যয় হবে ৭৫ লাখ শ্রম ঘণ্টা। আর এখানে কর্মসংস্থান হবে ১ হাজার ২৫০ জনের। শিল্পমন্ত্রী আমু বলেন, বাংলাদেশ এখন শার্ট থেকে শিপ এ উন্নতি লাভ করেছে। এটি আমাদের মহৎ প্রাপ্তি। এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারত থেকে একটি উচ্চ মূল্যমানের অর্ডার পেয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে এ চুক্তি উভয় দেশের মধ্যেকার বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল করবে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সায়ফুল ইসলাম জানান, জাহাজগুলোর নকশা ভারত এবং ইঞ্জিন জাপান থেকে নেয়া হবে।