খবর:(আলমডাঙ্গা ওয়াপদার একই জমি একাধিক ব্যক্তির কাছে লিজ)
ছেরখাল্লা দ্যাখরে বাবা
ছেরখাল্লা দ্যাখ,
ডজন খানেক মালিক হাজির
জমিতো ছাই এক।
পাকামো আর দেখবো কতো
ফুলছে খালি পেট,
সরকারি মাল বেচে-কিনে
কর্তারা হয় শেঠ।
গোঁজের গোড়ায় বেন্ধে রাখো
আর হবে না ছাড়,
লিজের নামে তুঘলকি ভাব
থাকবে নাকো ঘাড়।
-আহাদ আলী মোল্লা