যশোর চেম্বারের সাবেক সহসভাপতি সুজাসহ ৪ ব্যবসায়ী আটক : থানা ঘেরাও ধর্মঘট স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: যশোর চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজাসহ ৪ জন শীর্ষ ব্যবসায়ীকে গত সোমবার গভীর রাতে আটক করেছে পুলিশ। যশোর চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপিপন্থি এ ব্যবসায়ীদের হয়রানির উদ্দেশে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদেরকে পুলিশের দায়েরকৃত একটি সাজানো নাশকতা মামলায় আটক দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। এদিকে সোমবার গভীর রাতে যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খান এবং রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চাঁদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার ইন্ধনে বিএনপিপন্থি ব্যবসায়ীদের পুলিশ এভাবে হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে শীর্ষ ৪ ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজপথে নেমে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বিক্ষোভ মিছিল ও কোতয়ালি মডেল থানা ঘেরাও ছাড়াও ব্যবসায়ীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। এছাড়া আটকের প্রতিবাদে আরএন রোডের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শহরের বিভিন্ন টাইলসের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়েছে দিনভর। আটক ৪ ব্যবসায়ী হচ্ছেন- যশোর চেম্বার ও কমার্সের সাবেক সহসভাপতি যশোর জেলা টাইলস-মোজাইক দোকান মালিক সমিতির সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, যশোর জেলা মোটরপার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নেতা মোস্তফা গোলাম কাদের, শাহিনুর রহমান ঠান্ডু ও মোকছেদ আলী। গত সোমবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে তুলে আনে পুলিশ।

আটক ব্যবসায়ীরা জানান, পুলিশ তাদেরকে জানিয়েছে চেম্বার নির্বাচন সংক্রান্ত বিষয়ে আটক করা হয়েছে। উপরের নির্দেশে তাদেরকে আটক করা হয়েছে। এর বাইরে কিছু বলা যাবে না। পরে মঙ্গলবার তাদেরকে নাশকতা সংক্রান্ত একটি সাজানো মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। গত জানুয়ারিতে সদর ফাঁড়ির টিসআই রফিকুল ইসলাম দায়েরকৃত একটি নাশকতা মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে। বেলা এগারোটার দিকে তড়িঘড়ি করে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, যশোর চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপিপন্থি ওই ৪ ব্যবসায়ীকে হয়রানি করতে পুলিশ আটক করেছে। চেম্বারের নির্বাচনে সরকার দলীয় ব্যবসায়ী নেতারা দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। এজন্য তারা মনোনয়নপত্র ক্রয় করেছেন। এর বাইরে একটি প্যানেল করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপিপন্থি ব্যবসায়ী নেতারা।

Leave a comment