চুয়াডাঙ্গা ডিবি ও সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দর্শনা আকন্দবাড়িয়ার জুলিয়া খাতুনকে গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি। অপরদিকে সদর থানা পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা আলী হোসেন মার্কেটের অদূরবর্তী স্থানে ফেরি করে ফেনসিডিল বিক্রির সময় গ্রেফতার করা হয়েছে মুক্তিপাড়ার জুয়েলকে। এ সময় তার নিকট থেকে উদ্ধার করা হয় তিন বোতল ফেনসিডিল।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়া ফার্মপাড়ার স্বামী পরিত্যক্ত মধু মিয়ার মেয়ে জুলিয়া খাতুন (২৭) দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। এ তথ্য পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দ পুলিশের একটি টিম জুলিয়ার বাড়িতে অভিযান চালায়। জুলিয়া খাতুনকে আটক করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ২৪ বোতল ফেনসিডিল। অপরদিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম ও এএসআই ওহিদুল ইসলাম গতরাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা হোসেন মার্কেটের অদূরবর্তী আড়তপট্টি এলাকায় অভিযান চালান। এ সময় ফেনসিডিল ফেরি করে বিক্রি করার সময় জুয়েলকে (২৬) গ্রেফতার করা হয়। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, তার নিকট থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জুয়েল চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার সিরজুল ইসলামের ছেলে। পুলিশ বলেছে, গ্রেফতারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল জানিয়েছে, চুয়াডাঙ্গা শ্মশানপাড়ার জিলামের ফেনসিডিল বিক্রি করছিলাম। পুলিশ এ বক্তব্যের সত্যতা নিশ্চিত হতে তাৎক্ষণিক প্রাথমিক তদন্ত করে বলে জানা গেছে।