মেহেরপুর অফিস: পূর্বশত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গোয়ালপাড়া মাঠে ঘাসমারা বিষ দিয়ে এক বিঘা পাঁচ কাঠা জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার বিকেলে ক্ষেতের পোড়া ধান দেখে কৃষক কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় গ্রাম্য মাতবর খন্দকার আবুল হায়াত সোনা জানান, রায়পুর গ্রামের দীঘিরপাড়ার কিয়ামুদ্দীনের ছেলে উজ্জ্বল হোসেন তার নিজের ১৩ কাঠা ও একই পাড়ার ইয়াদ আলীর ছেলে হাফিজুল বন্ধক নেয়া ১২ কাঠা জমিতে ধানচাষ করেন। দু সপ্তা পরে ওই জমির ধান কাটার কথা। কিন্তু শত্রুতা করে রোববার রাতের কোনো এক সময় প্রতিপক্ষরা একই দাগের ওই দু ধানক্ষেতে ঘাসমারা বিষ স্প্রে করে। গতকাল সোমবার বেলা বাড়ার সাথে সাথে ধান গাছ শুকিয়ে যেতে থাকে। খবর পেয়ে বিকেলে কৃষক উজ্জ্বল হোসেন ও হাফিজুল মাঠে গিয়ে শুকিয়ে যাওয়া ধান গাছ দেখে কান্নায় ভেঙে পড়েন।
কৃষক হাফিজুল জানান, এক বছরের জন্য তিনি ৫০ হাজার টাকায় ১২ কাঠা জমি বন্ধক নিয়ে ধানচাষ করেছে। কৃষক উজ্জ্বল জানান, মোটরসাইকেলের ব্যাক লাইট ভাঙাকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় একই গ্রামের যুবক কলম, বাঁধন, রাসেল, সাগর ও আলমগীরের সাথে তার গোলমাল হয়। তারা তাকে ও তার পরিবারের লোকজনকে দেখে নেয়ার হুমকি দেয়। এ ক্ষতি তারা করেছে বলে তিনি মনে করেন।