আম চুরি ঠেকাতে গাছে বিদ্যুত : শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: আম চুরি ঠেকাতে গাছ ও টিনে দেয়া বিদ্যুত সংযোগই কাল হলো শিশু আরাফাত রহমান মুহিনের (৫)। গতকাল সোমবার সন্ধ্যায় টিনের চাল ছোঁয়ামাত্র বিদ্যুতস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে যশোর শহরের পালবাড়ি টালিখোলা এলাকায়। শিশু মুহিন তার পরিবারের সাথে যশোর শহরের পালবাড়ি টালিখোল এলাকার জিয়া উদ্দিন টিটোর বাড়িতে ভাড়া থাকতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোর শহরের পালবাড়ি টালিখোল এলাকার জিয়া উদ্দিন টিটো আম চুরি ঠেকাতে গাছে বিদ্যুত সংযোগ দিয়ে রাখেন। গাছটির ডাল টিনের সাথে লেগে টিনও বিদ্যুতায়িত হয়। সোমবার সন্ধ্যায় আমগাছের পাশে খেলছিলো মুহিন। এ সময় সে টিনে হাত রাখলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মুহিনের মা খুশি বেগম জানান, আমগাছে বিদ্যুত সংযোগ দিলে ঘরের টিনও বিদ্যুতায়িত হয়। এতে মুহিন হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুটির মারা যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করছেন যশোর কোতোয়ালি থানার ওসি সিকদার আক্কাস আলী।