জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামে ফ্যানে হাত বিছিন্ন হয়ে কৃষাণী ফজিলা বেগমের (৫২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ এ সময় মেশিনে ধানমাড়াই করছিলেন। গতকাল শনিবার ভোরে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর স্বামী উপজেলার হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের আজিজুল ইসলাম ওরফে রাজু জানান, গতকাল ভোর থেকে স্ত্রী ফজিলা বেগম ছেলে সাইফুল ইসলাম ও পুত্রবধূকে সাথে নিয়ে তিনি বাড়িতে ক্ষেতের ধান মেশিনে মাড়াই করছিলেন। এ সময় ধানের ভূষি উড়ানোর কাজে ফ্যান ব্যবহার করা হচ্ছিলো। সকাল সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত স্ত্রীর কাপড় ফ্যানে জড়িয়ে যায়। এ সময় তিনি ফ্যান থেকে কাপড় ছাড়ানোর চেষ্টা করতে গেলে ফ্যানের পাখার আঘাতে ফজিলার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা বেগমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জনান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত ফজিলা বেগম তিন ছেলে ও দু মেয়ের জননী বলে জানা গেছে।