মুজিবনগর প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগর দিবসে অবমাননা করা হলো মুজিবনগর স্মৃতিসৌধের। গতকাল শুক্রবার মুজিবনগর দিবসের অনুষ্ঠানে আসা শ শ মানুষ জুতো-স্যান্ডেল পায়ে দিয়ে স্মৃতিসৌধে ওঠেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রী, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতেতে এ ধরনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহা. নাসিম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ স্মৃতিসৌধে যখন পুষ্পস্তবক অর্পণ করছিলেন ঠিক সেই সময় শ শ মানুষ জুতো-স্যান্ডেল পায়ে দিয়েই ঘুরছিলেন মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান মুজিবনগর স্মৃতিসৌধে। যেখানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার প্রধানরা শপথ গ্রহণ করছিলেন। ১৯৮৬ সালে স্থানটিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্মৃতিসৌধের সম্মান ও পবিত্রতা বজায় রাখার জন্য জুতো-স্যান্ডেল পায়ে দিয়ে ওঠা নিষেধ। কিন্তু খোদ মুজিবনগর দিবসের অনুষ্ঠানে এ ধরনের ঘটনায় বিস্মিত স্থানীয় লোকজন ও অনুষ্ঠানে আসা অনেকেই। বিষয়টির তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে স্মৃতিসৌধের সম্মান রক্ষায় এর পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কঠোর ব্যবস্থার দাবি জানান মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী।