নবাগত জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আক্তার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী একই পদে খুলনায় বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির ও সন্ধ্যায় জেলা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় নবাগত জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করবেন নোয়াখালীর বিশেষ জজ বেগম শিরিন কবিতা আক্তার।
জেরা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজির আহম্মেদ। উপস্থিত ছিলেন বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত বিজ্ঞ জেলা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম, সিনিয়র সহকারী জজ সরদার মো. সাজ্জাদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অ্যাড, হেদায়েত হোসেন আসলাম, জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাড. শামসুজ্জোহা, জিবি অ্যাড. মো. আব্দুর রশিদ মোল্লা, প্রশাসনিক কর্মকর্তা, নাজিরসহ জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল কর্মচারীগণ।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিক। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী উপস্থিত ছিলেন। এ সময় বিজ্ঞ বিচারকদের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) নাজির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) চাঁদ মো. আব্দুল আলিম আল রাজী ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক বক্তব্য রাখেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি এসএম ইমদাদ হোসেন, সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, নূরুল ইসলাম ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারি শামীম রেজা ডালিম ও আবুল বাশার, মোল্লা আব্দুর রশিদ (জিপি), শামসুজ্জোহা (পিপি), সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, আ.স.ম আব্দুর রউফ, আকসিজুল ইসলাম রতন ও মানি খন্দকার। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন। এ সময় আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধিত প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কার্যকরী সদস্য রুবিনা পারভীন ও উপহার তুলে দেন সহসভাপতি মনসুর উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী বলেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ১০টা বিচার করতে গিয়ে ১টা ভুল হতে পারে। আমি বিবেকের কাছে ১০০ ভাগ পরিষ্কার থেকে বিচার কাজ পরিচালনা করেছি। যখনই বার-বেঞ্চে সমস্যা তৈরি হয়েছে তা আলাপ-আলোচনার মধ্যদিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া বিচার বিভাগের সহকর্মীরা আদালত পরিচালনায় সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, তার স্ত্রী, সন্তান ও তার জন্য দোয়া করবেন। নতুন কর্মস্থলে চুয়াডাঙ্গার আইনজীবীদের আমন্ত্রণ জানান বিদায়ী জেলা জজ।
সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ (১) ইয়ারব হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২) আব্দুর রহিম, আলমডাঙ্গার সহকারী জজ সাজ্জাদুর রহমান, জীবননগর সহকারী জজ মানিক দাশ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমসহ আইনজীবী সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ২০ এপ্রিল জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী চুয়াডাঙ্গায় যোগদান করেন।