মেহেরপুর অফিস: আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ৭১’র উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধ’৭১’র ভাইস চেয়ারম্যান কর্নেল আবু ওসমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবিব, সাবেক মহাসচিব লে. জেনারেল এম হারুন অর রশিদ (বীর প্রতীক), নির্বাহী সদস্য অধ্যাপক ড. মনসুর আহমেদ, নুরুল আনোয়ার, স্বেচ্ছাসেবক আহসান হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সদর উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা কামান্ডার মুনতাজ আলী, সদর উপজেলার সাবেক কমান্ডার আবুল কাশেম, নূরুল হুদা প্রমুখ।