দামুড়হুদার মুন্সিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের তেলা মণ্ডলের ছেলে সোহেলকে (৩৫) গ্রেফতার করেছে দামুড়হুদার মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দামুড়হুদার মডেল থানার এএসআই বেজবাহর ও এএসআই হাদিউজ্জামান তাকে গ্রেফতার করেন মুন্সিপুর গ্রাম থেকে। সোহেল মানবপাচার, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।