টিপ্পনী

 

খবর:(চুয়াডাঙ্গার হানুরবাড়াদি গ্রামে ডাকাতি : এক ডাকাত পাকড়াও)

ডাকাত বাবু ডাকাত বাবু

ধরা পড়ে হলেন কাবু

ঘা প্যাদানি ভালোই হলো

লাগলো কেমন বলো বলো।

 

খাও না কেন কামাই করে

পয়সা কামাও মানুষ ধরে

দিনে দিনে ফুললো ভুঁড়ি

মাজা হলো কাঠের গুঁড়ি।

 

পারলে এবার দু কান ধরো

কেঁদ কেঁদে তওবা করো

নইলে এমন রঙ্গ ফেলে

সারা জীবন কাটাও জেলে!

 

Ñআহাদ আলী মোল্লা