স্টাফ রিপোর্টার: ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ২ উইকেটে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতার সমাপনী দিনে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থেকে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহসম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য বদর খান, মহসিন রেজা, জেহাদী-ই-জুলফিক্কার টুটুল, এমএ বারী স্কুলের প্রধান শিক্ষক একেএম আলী আকতার প্রমুখ।