ক্রীড়া সংস্থার সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং সঠিকভাবে কাজের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান শেষে শহরে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করা হয়। স্থানীয় যুবক রিংকু মাহমুদের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে প্রকাশ কুমার পাত্র, মুন্না, মনি, দুলাল, লিমন, মানিক, শাহীন প্রমুখসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।