চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ পদে ইন্সপেক্টর লিয়াকত আলীর যোগদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ইন্সপেক্টর লিয়াকত হোসেন। ঝিনাইদহের মহেশপুর থানার ওসি হিসেবে কর্মরত থাকাকালে তিনি বদলির আদেশ পেয়ে গতপরশু চুয়াডাঙ্গা সদর থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে গতকাল ব্যস্ত সমায় পার করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন ইন্সপেক্টর আসাদুজ্জামান মুনসি। তিনি বদলির আদেশ নিয়ে মাগুরা জেলা পুলিশে যোগ দেন। পরবর্তীতে তিনি মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করে গতকাল থেকে সেখানে কর্তব্যপালনে ব্যস্ত হন। এদিকে ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের এক পর্যায়ে বদলির আদেশ পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদান করেন। গতপরশু তিনি সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্বভার গ্রহণ করেন। গতকাল তিনি দায়িত্ব পালন শুরুর প্রাক্কালে এলাকার সুধীসচেতন ও সাংবাদিক মহলের সহযোগিতা কামনা করে বলেন, কিছুদিন আগেও সদর থানার অফিসার ইনচার্জ পদে অল্প কিছুদিনের জন্য দায়িত্ব পালন করেছি। আবার ফিরেছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যাতে স্বচ্ছতার সাথে পালন করতে পারি সে লক্ষ্যে সকলের সহযোগিতা প্রত্যাশী।