ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গোকুলখালীতে পরিত্যক্ত আদমজি জুট মিলের ক্রয়কেন্দ্রের গাছ চুরি করে কাটার সময় এলাকাবাসীর প্রাতিরোধের মুখে গাছ কাটা বন্ধ করেছে এক সঙ্ঘবদ্ধ চক্র। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসী প্রতিরোধ করে পুলিশে খবর দিলে গাছ না কেটে ফিরে যায় সঙ্ঘবদ্ধ চক্র।
স্থানীয়রা জানান, হাতিকাটা গ্রামের নবীছদ্দিন জোয়ার্দ্দারের ছেলে কাঠব্যবসায়ী আশাদুল হক আশা জোয়ার্দ্দার শ্রমিকদের দিয়ে জুটমিলের ক্রয়কেন্দ্রর গাছ কাটাতে থাকেন। পুলিশ ও স্থানীয়দের কাছে আশা বলেন, আলমডাঙ্গার দীলিপ বাবু কাঠের মালিক। বিক্রিত গাছ আমরা কাটতে এসেছি। এ সময় গোকুলখালী ফাঁড়ি ইনচার্জ ফরমান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ এলাকাবাসীর সহযোগিতা শ্রমিকদের নিকট কাগজ দেখতে চাইলে তারা কাগজ নিয়ে আসার কথা বলে পালিয়ে যায়। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম জানান, আমি কিছুই জানি না তবে চুরি করে গাছ কাটার বিষয়ে শোনার পরপরই স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে চুরির সাথে জড়িতদের আটক করার জন্য নির্দেশ দিয়েছি।