কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পরপরই চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ও ঢাকায় গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় রায় কার্যকরের সাথে সাথেই গণজাগরণ মঞ্চের কর্মীরা একটি আনন্দ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যায়। এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে।

একাত্তরের আলবদর কমান্ডার এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, রাষ্ট্র ফাঁসি কার্যকরের মধ্যদিয়ে প্রমাণ করেছে যুদ্ধাপরাধীদের জায়গা বাংলাদেশ নয়। তাদের কোনো ক্ষমা নেই।

ইমরান এইচ সরকার বলেন, কামারুজ্জামানের সন্তানেরা রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেছিলো, পারলে ট্রাইব্যুনাল করে আমার পিতার বিচার করুক। এমনকি আজও তারা ভি চিহ্ন দেখানোর দুঃসাহস দেখিয়েছে। কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের মাধ্যমে সেই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের জবাব দিয়েছে প্রজন্ম। তিনি বলেন, অন্য যে যুদ্ধাপরাধীদের রায় অপেক্ষমান রয়েছে তাদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করে কাদের মোল্লা ও কামারুজ্জামানের মতো ফাঁসি দেয়া হোক। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হোক।

এদিকে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় গতরাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ শহরে আনান্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু নেতৃত্বে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের শরীফ, তরিকুল, ফরিদ, রমেজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাফি, তাপু, তাওরাত, হাসিবুল, রাকিব, ইমরান, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, বিপ্লব প্রচার সম্পাদক জ্যাকি, জনি, কানন, প্লাবন, শাকিল, সামাদ, ইসমাইল, হৃদয়, রোমেল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান প্রমুখ।

গত ৬ এপ্রিল সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পরই শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। ফাঁসি কার্যকরের দাবিতে টানা অবস্থানের পাশাপাশি প্রতিদিনই বিক্ষোভ মিছিল করে মঞ্চের কর্মীরা। শনিবার রাত ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হয়।