গাংনী প্রতিনিধি: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মেহেরপুর গাংনী খাদিজা-আশরাফ ফাউন্ডেশন। গতকাল শনিবার রাতে ফাউন্ডেশনের কার্যালয়ে সভা শেষে ব্যাপক লোক সমাগমসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
খোকন দেওয়ানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম টুটুল, নবীর উদ্দীন কাউন্সিলর, আকবর হোসেন, আব্দুল হালিম, কামাল হোসেন, আনোয়ার হোসেন, নুরুল হক, আলা উদ্দীন, রেজাউল হক, বজলুর রহমান, দেলোয়ার হোসেন, শাহজাহান, জাহাঙ্গীর হোসেন, নাজিম উদ্দীন, আলতাফ হোসেন ও বিল্লাল হোসেনসহ গাংনী পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের পক্ষ থেকে গাড়ি বহর নিয়ে মুজিবনগরে গমন, ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন মাধ্যমে মুজিবনগর দিবসের সফলতা কামনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।