আমেরিকায় নববর্ষের অনুষ্ঠানে বেবী

স্টাফ রিপোর্টার: সঙ্গীত তারকা বেবী নাজনীন বাংলা নববর্ষ উপলক্ষে এশিয়ান মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করতে আমেরিকা গেলেন। বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ফ্লোরিডায় ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য বৈশাখী মেলায় এককভাবে পারফর্ম করবেন বেবী। এছাড়া আমেরিকার অরল্যান্ডো পার্কে ১৫ এবং ১৬ মে অনুষ্ঠিতব্য এশিয়ান মিউজিক ফুড ফেস্টিভ্যালে হবে তার আরেকটি একক কনসার্ট। বেবী নাজনীনের ঘনিষ্ঠ সূত্র জানায়, বাংলা নববর্ষ উপলক্ষে তিনি নিউইয়র্কে আরও দুটি অনুষ্ঠানে অংশ নেবেন। নির্ধারিত এই অনুষ্ঠানগুলো শেষ করে মে মাসের তৃতীয় সপ্তাহে তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন।