জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা যুবদলের অন্যতম নেতা মইন উদ্দীন ওরফে মঈনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। চলমান হরতাল-অবরোধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গতকাল মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, গয়েশপুর গ্রামের ইনতাজ আলীর ছেলে মঈন উপজেলা যুবদলের অন্যতম নেতা। তিনি ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি। শহরে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান মিম ইলেকট্রনিক্স থেকে পুলিশ গতকাল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার হয়।