ইবি প্রতিনিধি: জামায়াতের ডাকা হরতালের প্রভাব পড়েনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। হরতালেও গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত সোমবার হরতালেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলবে বলে ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আইন, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিসহ বেশ কয়েকটি বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার (চূড়ান্ত) এবং ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের একশো নম্বরের প্রজেক্ট প্রদর্শনী হয়েছে। ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মমতাজুল ইসলাম বলেন, আজ (গতকাল) শিক্ষার্থীদের প্রজেক্ট প্রদর্শনী হয়েছে এবং আগামীকাল (আজ) মাস্টার্সের ভাইভা অনুষ্ঠিত হবে।
ক্লাস পরীক্ষার পাশাপাশি মঙ্গলবার পূর্ব ঘোষিত ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি ইউনিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আবু সিনা বলেন, ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ বেশির ভাগ ভর্তিচ্ছুদের মৌখিক সাক্ষাৎকার আজ (গতকাল) মঙ্গলবার সম্পন্ন হয়েছে। আগামীকাল (আজ) বুধবার মেধা তালিকায় উত্তীর্ণ অবশিষ্ট ভর্তিচ্ছুদের মৌখিক সাক্ষাৎকার নেয়া হবে।
গতকাল মঙ্গলবার হরতালে শিক্ষক-কর্মকর্তাদের বাস চললেও শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কোনো বাস চলেনি। শিক্ষার্থী ও ভর্তিচ্ছুরা লাইনের বাসে এসে ক্লাস পরীক্ষা ও ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, গাড়িতে হামলার আশঙ্কা ও নিরাপত্তাজনিত কারণে হরতালের মধ্যে শিক্ষার্থীদের জন্য কোনো গাড়ি বরাদ্দ থাকছে না।