ইজিবাইকের লাইসেন্স পরীক্ষার সময় আলমডাঙ্গা পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টরসহ কয়েকজন লাঞ্ছিত

আলমডাঙ্গা ব্যুরো: ইজিবাইকের লাইসেন্স পরীক্ষার সময় আলমডাঙ্গা পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টরসহ কয়েকজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইজিবাইক চালক লাল্টুর বিরুদ্ধে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর আনিসুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্টাফ আলম হোসেন, শাজাহান আলী, সিরাজুল ইসলাম, ক্যাশিয়ার সাবু মিয়া, ওহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, মানুয়ার হোসেন, দবির উদ্দিন, জহুরুল ইসলামসহ বেশ কয়েকজনের নিয়ে গঠিত টিম গতকাল আলমডাঙ্গা শহরে চলাচলকারী ইজিবাইকের লাইসেন্স চেক করার অভিযান পরিচালনা করেন। এর এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ বাইকের লাইসেন্স চেক করা শুরু করেন। সে সময় গোবিন্দপুরের ঠাণ্ডুর ছেলে ইজিবাইক চালক লাল্টুর নিকট তার ইজিবাইকের লাইসেন্স দেখতে চায় অভিযান টিমটি। লাল্টু লাইসেন্স দেখাতে অস্বীকার করলে বাগবিতণ্ডা বাধে। সে সময় লাল্টু ও তার কয়েকজন সহযোগী মিলে লাইসেন্স চেক অভিযান টিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ব্যাপারে লাইসেন্স চেক টিমের সদস্য পৌর স্টাফ আলম হোসেন বাদী হয়ে লাল্টুসহ বেশ কয়েকজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।