স্টাফ রিপোর্টার: জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুন এ প্রতিবেদন দাখিল করেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এসএম জাহাঙ্গীর আলম। প্রতিবেদনে রুবেলের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। সার্বিক বিবেচনায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে হ্যাপির অভিযোগের দায় থেকে রুবেলকে অব্যাহতি দেয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে গত বছরের ১২ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় বর্তমানে জামিনে আছেন রুবেল।