কেকেআর নিয়ে আশাবাদী সাকিব

মাথাভাঙ্গা মনিটর: আইপিএলের ১৪টি লিগ ম্যাচের ১০টিতেই খেলতে পারবেন না সাকিব আল হাসান। তবে তার অনুপস্থিতিতেও কোলকাতা নাইট রাইডার্স ভালো করবে বলেই বিশ্বাস করেন বাংলাদেশের সেরা এ অলরাউন্ডার। আইপিএলে কোলকাতার প্রথম দুটি ম্যাচ খেলে দেশে চলে আসবেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলে আবার তিনি ফিরতে পারবেন আইপিএলে। গতকাল সোমবার কোলকাতায় ভারতের সাংবাদিকদের সাথে কথা বলার সময় নাইট রাইডার্সের বেঞ্চও অনেক শক্তিশালী বলে উল্লেখ করেন সাকিব। আমার অনুপস্থিতি দলের জন্য সমস্যা হবে বলে মনে করি না আমি। আমরা আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল আছে।

গত মরসুমের কোলকাতার হয়ে আইপিএলে অসাধারণ পারফর্ম করেন সাকিব। কম ম্যাচ খেলতে পারলেও দলের জন্য ভালো অবদানই রাখতে চান তিনি। কোলকাতার মূল শক্তিটা স্পিন বোলিঙে বলেই মনে করেন সাকিব। আমাদের ঘরের ম্যাচে (ইডেন গার্ডেনসে) স্পিনাররা কিছু সাহায্য পাবে। আমাদের স্পিন নির্ভর আক্রমণ আছে। আমরা যদি ঘরের মাঠের ম্যাচগুলো জিততে পারি, তাহলে প্লে-অফ খেলাটা আমাদের জন্য সহজ হবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কোলকাতা আগামীকাল বুধবার নিজেদের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।