গাংনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফিতে কেটে মেলা উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক, প্রধান শিক্ষক হাসান আল নুরানী, গাংনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়ের কর্মকাণ্ড ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য ও একক অভিনয় প্রদর্শন করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।