স্টাফ রিপোর্টার: পেটে চাকুর আঘাতে জখম মিতা খাতুনকে (৪৫) গতরাত সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা ফার্মপাড়ার জালাল শেখের স্ত্রী মিতা খাতুন নিজেই নিজের পেটে চাকু ঢুকিয়ে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছেন বলে নিজেই জানিয়েছেন।
মিতা খাতুন চুয়াডাঙ্গা সুবদিয়ার মৃত শমসের আলীর মেয়ে। মাগুরার জালালের সাথে দীর্ঘদিন আগে মিতা খাতুনের বিয়ে হয়। ফার্মপাড়ায় বসবাস শুরু করেন। স্টেশনের পাশেই রয়েছে এদের চা দোকান। মিতা খাতুন বলেছেন, স্বামী মাঝে মাঝেই বিয়ে করে। নতুন করে বিয়ে করেছে শুনে রাগ সহ্য করতে না পেরে নিজেই নিজের পেটে চাকু ঢুকিয়ে মরতে চেয়েছিলাম। কিন্তু তা হলো না। মিতা খাতুনের স্বামী বলেছে, বাজারঘাট তো ঠিক মতোই করে দিই। এরপরও পেটে চাকু ঢুকিয়ে মরার চেষ্টা করলো কেন বুঝতে পারছিনে।