দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ জিয়া নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার বিকেলে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার লোকনাথপুর বাসস্ট্যান্ড থেকে জিয়াকে গ্রেফতার করেন। পুলিশ বলেছে, বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে গ্রেফতার করা হয় দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরের শুকুর আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়াকে। জিয়ার কাছে থাকা থলে থেকে পুলিশ ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।