স্টাফ রিপোর্টার: দুবার পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েও দেশটিতে না যাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রোববার বিসিবির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন। ২০১২ সালে পাকিস্তানে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের।
এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, পাকিস্তান সফরে না যাওয়ার জন্য তারা আমাদের কাছ থেকে (৯ লাখ ডলার) ৭ কোটি ২০ লাখ টাকা চেয়েছিল। তবে আমরা তাদের (৩ লাখ ২৫ হাজার ডলার) দু কোটি ৬০ লাখ টাকা দিতে চেয়েছি। আজই আমাদের সিদ্ধান্ত পিসিবিকে জানিয়ে দেয়া হবে। এদিকে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে স্লো ওভার রেটিংয়ের কারণে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এক ম্যাচ নিষিদ্ধ হন। তাই ১৭ এপ্রিলের প্রথম একদিনের ম্যাচে মাঠের বাইরে থাকবেন মাশরাফি। তবে ওয়ানডে সিরিজের বাকি দু ম্যাচ ও একমাত্র টি২০ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক থাকবেন মাশরাফিই। দু টেস্ট সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহীম। ৩টি একদিনের, ২টি টেস্ট ও ১টি টি২০ ম্যাচ খেলতে আগামি ১৩ এপ্রিল বাংলাদেশ আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে, ১৯ এপ্রিল দ্বিতীয় আর ২২ এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ২৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে সফরের একমাত্র টি২০ ম্যাচটি। দু ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনায় শুরু হবে ২৮ এপ্রিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে।