স্টাফ রিপোর্টার: কক্সবাজারে অভিযানে গিয়ে বন্যহাতির আক্রমণে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ৩টার দিকে হিমছড়ি ও রেজু খালের মাঝামাঝি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ১৭ বিজিবির ল্যান্সনায়েক ছিলেন। তার বাড়ি ঝালাকাঠি জেলার পূর্ব চাদকাঠি এলাকায়।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, রাতে মালয়েশিয়ায় মানবপাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা কক্সবাজার- টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রেজু খালের কাছে পাহাড়ি এলাকায় অভিযানে যায়। এ সময় একদল বন্যহাতি তাদের আক্রমণ করলে অন্য সদস্যরা পালাতে পারলেও হাবিবুরের রক্ষা হয়নি। হাতির আক্রমণে তিনি নিহত হন।
গতকাল বৃহস্পতিবার ভোরে হাবিবুরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো কয়েকজন বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে সকালে কক্সবাজার বিজিবি ক্যাম্প মাঠে জানাজা শেষে হাবিবুরের মরদেহ গ্রামের বাড়ি পৌছে দেয়া হয়।