মাথাভাঙ্গা মনিটর: পরবর্তী সিনেমায় একজন সাবেক কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে হিন্দি সিনেমার অভিনেতা আমির খানকে। আর সে কারণেই রাতারাতি নিজের ওজন নব্বই কেজিতে নিয়ে যেতে হয়েছে আমিরকে। চিকিৎসকরা বলছেন, এতে তার শারীরিক ক্ষতি তো বটেই মৃত্যুরও আশঙ্কা রয়েছে। চিকিৎসক আর্নাভ সরকার বলেন, ওজন তিন-চার কেজি বাড়াতে চাইলে খাদ্যাভাসে পরিবর্তন এনেই তা করা সম্ভব। কিন্তু দশ কেজির ওপরে ওজন বাড়াতে চাইলে স্টেরয়েড গ্রহণ করা ছাড়া সম্ভব নয়। আর আমির যদি এর জন্য স্টেরয়েড গ্রহণ করে থাকেন, তবে উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যা, চর্মরোগে ভুগতে হতে পারে তাকে, এমনকি হতে পারে মৃত্যুও। নিতেশ তিওয়ারির পরিচালনায় এ ৫৫ বছর বয়সী এক সাবেক কুস্তিগীরের ভূমিকায় যেমন দেখা যাবে আমিরকে, তেমনি দেখা যাবে ২৭ বছর বয়সী এক যুবকের ভূমিকায়ও। আর তাই সামনের বছরই বাড়তি ওজনের অর্ধেকেরও বেশি কমিয়ে ফেলতে হবে তাকে।