খবর:(চুয়াডাঙ্গায় নেশাখোর ছেলেকে পুলিশে দিলেন পিতা-মাতা)
হায়রে নেশার জগত খেলা
নেশায় ডোবায় কূল,
নেশার ঘোরে ঘর-সংসার
সব হয়ে যায় ভুল।
ভুল হয়ে যায় পিতা-মাতা
ফাজিল নেশার টানে,
এই নেশা যে অবশেষে
মৃত্যু টেনে আনে।
তাও বোঝে না গাড়লরা সব
বেকুব ছোড়ার দল,
পিতার হাতে মাতার হাতে
খাটছে জেলের কল।
-আহাদ আলী মোল্লা