স্টাফ রিপোর্টার: পবিত্র কোরআন শরিফ সহিহভাবে শিখতে বাসায় শিক্ষক রেখেছেন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। তিনি গণমাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছিলেন, অভিনয় নিয়ে ব্যস্ত থাকার কারণে সঠিকভাবে কোরআন পড়ার সুযোগ হয়নি তার। সে কারণেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। মুসলমান হিসেবে শুদ্ধভাবে কোরআন পড়া তার দায়িত্ব বলেও মনে করছেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ববিতা পবিত্র হজ পালন করেন। এর আগে গত কয়েক বছর ধরে পবিত্র ইসলাম ধর্মের আলোকে ব্যক্তিগত জীবন পরিচালনা করছেন রূপালী পর্দার আরেক ঝড়তোলা অভিনেত্রী শাবানা। নিজের অভিনীত ছবিগুলো আর প্রদর্শন না করার জন্যে তিনি বিভিন্ন সময় অনুরোধ করে আসছিলেন।