মাথাভাঙ্গা মনিটর: ওয়ানডে ক্রিকেট থেকে রাজকীয়ভাবেই বিদায় নিলেন অস্ট্রেলিয়ার দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্যারিয়ারের শেষ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ ট্রফি উপহার দিলেন এ কৃতী ব্যাটসম্যান। আর ফাইনালে মাত্র ৭২ বলে সর্বোচ্চ ৭৪ রান করে জানিয়ে দিলেন তার কৃতিত্বের কথাও। গত শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেই বিদায় নেয়ার কথা ঘোষণা দিয়েছিলেন। গতকাল রোববার সেটি বাস্তবে পরিণত হলো। গতকাল রোববার মেলবোর্ন ক্রিকেট (এমসিজি) স্টেডিয়ামে ২৪৫তম ওডিআই ম্যাচ খেলে যাথাযোগ্য মর্যাদার সাথে রাজসিকভাবেই বিদায় হলো ক্লার্কের। ব্যাট হাতে মাঠ ছাড়ার আগে হাজার হাজার দর্শক ক্লার্কের সম্মানে দাড়িয়ে হাততালি দেন। আর শেষ খেলায় মাঠ ছাড়ার আগে তাইতো চোখের অশ্রু সম্বরণ করতে পারেননি তিনি। ক্লার্কের ওডিআই ক্রিকেটে অভিষেক হয় ২০০৩ সালে। অ্যাডিলেডে অনুষ্ঠিত সে ম্যাচটিতে প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। ওই ম্যাচে অপরাজিত ৩৯ রান করেছিলেন। তাছাড়া বল হাতেও একটি উইকেট নিয়েছিলেন। ক্লার্ক তার ক্যারিয়ারে মোট ৮টি সেঞ্চুরি করেছেন। হাফ সেঞ্চুরি করেছেন ৫৮টি। তিনি অস্ট্রেলিয়া দলকে মোট ৭৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৫০টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ওডিআইতে ক্লার্কের রান সংখ্যা ৭ হাজার ৯৮১।