শচীনের উপস্থিতিতে মাতলো এমসিজি

মাথাভাঙ্গা মনিটর: তিনি আর উইলো কাঠের ব্যাটে দর্শকদের মুগ্ধ করেন না, এরপরও গতকাল রোববার বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এ ক্রিকেট আইকনের অপস্থিতিতে উচ্ছ্বাসে মেতেছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন সাবেক তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারও। ধারাভাষ্যকার যখন তার নাম উচ্চারণ করছিলেন তখন গ্যালারিতে হর্ষ-ধ্বানিটা হয়েছে সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শচীনই ছিলেন সবচেয়ে বড় নাম। অনুষ্ঠানে ধারাভাষ্যকার মার্ক নিকোলাস আইসিসি’র চেয়ারম্যান এন শ্রীনিবাসনসহ বেশ কয়েকজনের নাম বলেন। শচীনের নাম উচ্চারণ করার সাথে সাথেই এমসিজি’র গ্যালারি উল্লাসের চিত্কারে ফেটে ওঠে। শচীনও স্বভাবসূলভ হাসিমুখে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান। এরপরও এবারের বিশ্বকাপের এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর জেমস ফকনারের হাতে ম্যাচ সেরার পুরস্কার এবং মিচেল স্টার্কের হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার তুলে দেন।