জীবননগর ব্যুরো: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জীবননগর উপজেলার সিংনগর মাধ্যমিক বিদ্যালয় গতকাল রোববার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যলায় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফ উদ্দীন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন খাঁন প্রমুখ।