স্টাফ রিপোর্টার: র্যাব প্রকৃত অর্থেই এখন এলিট ফোর্স এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উগ্র জঙ্গিবাদ দমনে র্যাব কার্যকর ভূমিকা রাখছে যা বিশ্বব্যাপি প্রশংসিত হয়েছে। র্যাবকে আরো আধুনিক ও সময়োপযোগী করতে যা যা প্রয়োজন তার সবকিছুই আমরা করবো। গতকাল শনিবার সকালে র্যাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব ফোর্সেস সদর দফতরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে গ্রেফতার করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে হাইটেক যন্ত্রপাতি ও আধুনিক তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। র্যাবের অপারেশনাল শক্তি বৃদ্ধি করতে দুটি হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রামকে ভেঙে আরো দুটি নতুন বিভাগ করার ঘোষণাও দেন তিনি।