দর্শনায় কালো রাত পালনে আলোর মিছিল

 

দর্শনা অফিস: দর্শনায় কালো রাত পালন করা হয়েছে। আলোক মিছিল ও সংক্ষিপ্ত আলোচনাসভার মধ্যদিয়ে ভয়াল কালোরাত পালন করেছে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা পৌর আ.লীগের কার্যালয় থেকে আলোক পদযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পদযাত্রা শেষে কেরুজ স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত আলোচনাসভা।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ এক ভয়াল কালো রাতে এ দেশের মানুষের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পাকিস্তানি হায়েনা ও তাদের দোসররা নির্মম ভাবে হত্যা করেছিলো এ দেশের বুদ্ধিজীবীসহ স্বাধীনতাকামী সাধারণ মানুষকে। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, মোমিনুল ইসলাম, শফিকুল আল, জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন, আ. খালেক, আ. রফিক কাবি, আজিজুল জোয়ার্দ্দার, বদরুল আলম ফিট্টু, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, মনির সরদার, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামীন, লোমান প্রমুখ।

Leave a comment