টিপ্পনী

খবর:(আলমডাঙ্গার ডাউকি গ্রামে তরকারির সাথে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়িয়ে রঙ্গলীলা)

লীলা আছে অনেক রকম

রাতের লীলা রঙ্গ,

এই লীলাতে পরের ছোঁয়ায়

যায় জুড়িয়ে অঙ্গ।

 

নিজের ঘরে ছিনাল বউয়ের

সে কী মজার ঢং গো,

গরিব স্বামীর ভর জনমের

স্বপ্ন হলো ভঙ্গ।

 

ঘুমের বড়ি খাইয়ে বিবি

বাধায় লীলার জঙ্গ,

স্বামীর পাশে শুয়ে শুয়ে

কী বিচ্ছিরি সঙ্গ!

-আহাদ আলী মোল্লা