আলমডাঙ্গার কুমারী গ্রামে বিলুপ্তপ্রায় বাগডাশা হত্যা

কুমারী প্রতিনিধি: আলমডাঙ্গার কুমারী গ্রামে বিলুপ্তপ্রায় বাগডাশাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রামের কৃষক ইসমাইল হোসেন নিরীহ বাগডাশাটিকে হত্যা করেন। তার দাবি নিহত জন্তুটি চিতা বাঘের শাবক।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গাঙপাড়ার মৃত খোকাই মালের ছেলে কৃষক ইসমাইল হোসেন বাড়ির পার্শ্ববর্তী নিজ ধানক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় তিনি গর্জন শুনতে পান। এক পর্যায়ে গর্জন দিয়ে জন্তুটি তার ওপর আক্রমণ করতে যায়। ইসমাইল হোসেন আত্মরক্ষা করতে গিয়ে কোদাল দিয়ে হামলা চালান। এতে জন্তুটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জন্তুটি চিতা বাঘের শাবক। তবে কেউ কেউ বলেছেন এটি বাগডাশা।

Leave a comment