৩ ও ৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আজ ও কাল

স্টাফ রিপোর্টার: স্থগিত হওয়ার গত ৩ ও ৪ মার্চের স্থগিতকৃত এসএসসি পরীক্ষা যথাক্রমে আজ ও কাল শনিবার মার্চ অনুষ্ঠিত হবে। একই সাথে সকাল ও বিকেল দু বেলাতেই এ পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সুবোধ ঢালী জানান, ৩ মার্চের স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২১ মার্চ, শনিবার অনুষ্ঠিত হবে। এদিন দু বেলা পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ও সঙ্গীত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা। আবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখি শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দাখিল পরীক্ষা শুধু সকালে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো- পৌরনীতি, মানতিক, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দূ, ফার্সি ও কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়)। ঢালী আরো জানান, ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে জানানো হবে। টানা অবরোধের মাঝে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে এ দু দিনের পরীক্ষা পেছানো হয়েছিলো।