দর্শনা লিটিল এনজেলস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনাকালে এমপি টগর
দর্শনা অফিস: দর্শনা লিটিল এনজেলস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, দেশ, জাতি ও চরিত্র গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া যেমন কোনো জাতি উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারে না, তেমনি খেলাধুলার মাধ্যমে সম্ভব দেশের পরিচিতি বিশ্ব দরবারে তুলে ধরা। তাই তৃর্ণমূল পর্যায় থেকে খেলাধুলার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। সেক্ষেত্রে বর্তমান মেধাবী প্রজন্মের প্রতি যত্নশীল হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ফলে দিনদিন বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা।
দামুড়হুদার হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, বিদ্যালয়ের পরিচালক স্বরুপ কুমার দাস ও অধ্যক্ষ বিকাশ কুমার দত্ত। উপস্থাপনা করেন স্থায়ী খাতুন, স্বপ্না খাতুন ও শিক্ষক রেজাউল হক। উপস্থিত ছিলেন প্রলয় শীল, পারুল, সাধন, রিমি, রফিক, সোলাইমান, টপি, মিক্তা, লতা, প্রমুখ। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বার্ষিক প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি টগরসহ নেতৃবৃন্দ।